যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত দলের জেলা কমিটির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল ও বিএলডিপি প্রার্থী মারুফ হাসান কাজলসহ ৫৪ প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। নানা কারণে বাদ পড়েছেন ৫ সদস্য পদপ্রার্থী। তারা হলেন ১ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী মিসেস হাজেরা পারভীন, ২ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী আনারুল ইসলাম, ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী জয়নাল আবেদীন, ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী মো.অহেদুজ্জামান এবং ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকির হোসেন।
রোববার প্রার্থিতা বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৩ দিনের মধ্যে রির্টানিং অফিসারের কাছে আপিল করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হবে। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।