ঢাকাTuesday , 20 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

টেকনাফে ৪২ হাজার ইয়াবা জব্দ

Link Copied!

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪২ হাজার ইয়াবা জব্দ করছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন বাংলাদেশের জলসীমায় একটি কাঠের নৌকা থেকে ফ্লোট লাগিয়ে প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলতে দেখা যায়। 

নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।