চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার দগরপুর গ্রামের জসীম উদ্দীনের কন্যা মোছাম্মৎ ফাতেমা আক্তার জেরিন (১৭) দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ এর খবর পাওয়া গেছে।
পারিবারিক সুত্রে জানাযায়, দশম শ্রেণীর ছাত্রী গত ১১-রবিবার সেপ্টেম্বর আনুমানিক সাড়ে নয়টায় নিজ বাড়ী হইতে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে অদ্যবধি পর্যন্ত নিখোঁজ আছে। জেরিনের পিতা-মাতার আত্মীয়-স্বজনসহ বন্ধু-বান্ধবীদের বাড়িতে অনেক খুঁজাখুঁজি করে সকল
সম্ভাব্য সকল জায়গায় খোজ করেও না পাওয়ায় তার মা,মোছাম্মৎ রোকিয়া বেগম (৩৮) গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুরের মতলব দক্ষিণ থানায়,এসে একটি নিখোঁজ ডায়েরি করে । তাহার জি,ডি নং-৬২৫, নিখোজঁ মোসাম্মৎ ফাতেমা আক্তার জেরিন বয়স( ১৭) উচ্চতা ৫ ফুট এক ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামলা চুল কালো ও লম্বা মুখমন্ডল গোলাকার পরিহিত পোশাক জানা নেই, সে চাঁদপুর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে। ব্যবহৃত মোবাইল নাম্বার নাই।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকলে মমতলব দক্ষিণ থানায়,অথবা। এর মোবাইল-01851822666 নাম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।