ঢাকাWednesday , 21 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ঝিকরগাছায় ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহ সাবেক ইউপি সদস্য শাহনাজের

Link Copied!

কেএম রফিক যশোর :

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। তিনি শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আজিজুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৬)। তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিল্লুর রহমান রাজের মা। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত। সোমবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষী আলতাফ হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জমিতে পানি আছে কিনা দেখতে গেলে অজ্ঞাত এক মহিলাকে দেখতে পান। তিনি যখন দেখেন তখন ওই মহিলা বেঁচে ছিল।
পরে লাউজানি রেলক্রসিং এ ডিউটিরত ট্রাফিক পুলিশকে বললে তারা ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেয়।
পরে পাঁচটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা মরদেহ থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান। ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, লাউজানি রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে তার পরিচয় শনাক্ত করা হয়। লাশের পাশে দুইটা পানির খালি বোতল ছিল। প্রাথমিক সুরতহালে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।