ভুল প্রশ্ন বিতরণের কারণে স্থগিত হয়ে যাওয়া যশোর শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টা থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব সাক্ষরিত চিঠির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
বোর্ডের নিয়মানুযায়ী গত ১৭ সেপ্টেম্বর ১ লাখ ৬০ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থীর বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ সেপ্টেম্বর বাংলা প্রথমপত্রের পরীক্ষায় নড়াইল জেলার তিনটি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। এতে করে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষায় ১ লাখ ৬০ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। ইতিমধ্যে প্রশ্ন ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তারা ঢাকার বিজি প্রেস থেকে প্রশ্ন নিয়ে ফিরবেন বলে জানান।