রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সেনাসমাবেশের’ ঘোষণা দিয়েছেন। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ ঘিরে বুধবার তিনি এ ঘোষণা দেন।
পুতিনের এ ঘোষণার এক প্রতিক্রিয়ায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো বলেছেন, সৈন্য সমাবেশ কিংবা হুমকি দিয়ে ইউক্রেনে রাশিয়া জিততে পারবে না। বুধবার এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র আরও বলেন, পুতিন পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছেন এবং সেনাসমাবেশের ঘোষণা দিয়েছেন।কিন্তু এর মাধ্যমে আক্রমণকারীরা জয় লাভ করতে পারবে না, ইউক্রেন এবং ইউক্রেনীয়দের ধ্বংস করতে পারবে না। প্রখ্যাত বক্সার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া মেয়র ভিটালি বলেন, স্বেচ্ছাচারী অবশেষে এমন প্রক্রিয়া শুরু করল যা তার দেশ এবং তাকে সমাহিত করবে।
কিয়েভের মেয়র বলেন, সভ্য বিশ্ব সম্প্রদায়কে উপলব্ধি করতে হবে যে, অশুভ শক্তি সমূলে ধ্বংস হবে। সূত্র: বিবিসি
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।