ঢাকাFriday , 23 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

পোস্টার লাগাতে রাস্তায় সিয়াম-রোশান-নুসরাত

Link Copied!

শুক্রবার সারাদেশের ৩৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ ছবি। মুক্তির আগের দিন রাতে সিনেমার নায়ক-নায়িকাকে সাথে নিয়ে পরিচালককে দেখা যার রাস্তায় রাস্তায় ঘুরে সিনেমার পোস্টার লাগাতে। এসময় উপস্থিত ছিলেন অপারেশন সুন্দরবনের নায়ক সিয়াম, রোশান ও নুসরাত ফারিয়াকে।বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় পোস্টার লাগানো শুরু করেন অপারেশন সুন্দরবন টিম। সেখান থেকে শাহবাগ হয়ে মগবাজার পোস্টার লাগাতে আসেন সিয়াম, রোশান, ফারিয়া ও দীপংকর দীপনরা। এ সময় সঙ্গে ছিলেন সিয়ামের স্ত্রী অবন্তীও। এ সময় ছবিটির নায়ক সিয়াম আহমেদ,রোশান ও নুসরাত ফারিয়া বললেন আজ তাদের চাঁদ রাত। আর পরিচালক জানালেন আজ রাত তার কাছে পরীক্ষার আগের মতো লাগছে।

সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন বলেন, সিনেমার জন্য রাত জাগা নতুন কিছু নয়। রাত জেগে সিনেমার স্ক্রিপ্ট করেছি, নির্মাণ করেছি, এডিট করেছি। মাত্র আজ রাত বাকি। পরীক্ষার আগের দিনের যেমন লাগে আমারও এখন তেমনি লাগছে।

বিশাল ক্যানভাসে চলচ্চিত্রটির নির্মাণে প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট । র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছেন বলে আগেই জানিয়েছেন নির্মাতা দীপন। জানা গেছে সিনেমাটির লভ্যাংশ ভিকটিমদের সহায়তা, সাবেক জলদস্যুদের পুনর্বাসনসহ উপকূলীয় অঞ্চলের জনকল্যাণে ব্যয় করা হবে।

এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, তাসকিন রহমান, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামানিক, সামিনা বাশার, দীপু ইমাম, এহসানুর রহমান সহ অনেকে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।