মতলব প্রতিনিধি
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে (৪নং ওয়ার্ড) মতলব দক্ষিন উপজেলার সদস্য পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছেন জেলা নির্বাচন কমিশন মোঃ তোফায়েল হোসেন ।
জানাযায় ২০১৭ সালে কুমিল্লা জেলার চান্দিনা থানায় জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন (ফারুক) পিতা মৃত আবুল হোসেন গ্রাম নায়েরগাঁও এর বিরোদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ০১ জিআর নং ৪৫৭ তারিখ ১-১১-২০১৭ ইং ধারা ১৯৯০ সনের ১৯ (১) এর ৭ (৯) /২৫ ।
গত ১৮ সেপ্টম্বর চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে ফরহাদ হোসেনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা হলে তিনি মনোনয়ন পত্র বৈধতা চেয়ে আপিল করলে গত ২২ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী তার আপিল নামঞ্জুর করেন ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।