:র্যাব-৬ যশোর ক্যাম্প ও ডিবি পুলিশের আলাদা অভিযানে বিদেশি মদ, আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসেটসহ মোট ৮ ভারতীয়কে আটক করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যদের অভিযানে যশোর শহরের বড়বাজার চুড়িপট্টি এলাকা থেকে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ৬জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের কাছ থেপেল তিন বোতল করে মোট ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আটক ৬জন হলো, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগোনা জেলার বনগাঁও থানার কালিয়ানী গ্রামের মৃত কেনার মন্ডলের ছেলে সুব্রত মন্ডল (৩০), পাঁচু গোপাল মন্ডলের ছেলে বেদব্রত মন্ডল (২৭), একই থানার বাগোয়ান (পোতাপাড়া) গ্রামের বাসুদেব রায়ের ছেলে শ্রীকান্ত রায় (৩৪), বাগদা থানার পারকৃষ্ণচন্দ্রপুর গ্রামের বিমল হালদারের মেয়ে অনিমা হালদার (৩৩), বনগাঁও থানার মেহরুননগর গ্রামের বিষ্ণপদ দাসের ছেলে ভোলা দাস (৩২) এবং রামনগর রোডের (পুরাতন বনগাঁ) মদন সরকারের ছেলে বলরাম সরকার (২৫)।
র্যাব জানিয়েছে, আটক ৬ ভারতীয় পাসপোর্ট যোগে বাংলাদেশে আসে এবং ভারতীয় মদ বিক্রি করে ফের চলে যায়। বৃহস্পতিবার তারা বেনাপোল হয়ে বাংলাদেশে ঢুকে যশোরের বড় বাজারের চুড়িপট্টিতে যায়। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে গিয়ে ৬জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
এদিকে ডিবি পুলিশ জানিয়েছে, যশোরে আড়াই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০টি প্যাকেটজাত মদ, নয় বোতল ভারতীয় মদসহ দুই ভারতীয়কে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১০টি ভারতীয় মোবাইল ফোনসেটও উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, ভারতের ২৪ পরগোনা জেলার দত্তপুকুর উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত জীবন কুমার সরকারের ছেলে জয়দ্বীপ সরকার (৩২) ও বনগা উপজেলার দেবগর গ্রামের অমর কীর্ত্তনীয়’র ছেলে অমিয় কীর্ত্তনীয় (৩৩)। বৃহস্পতিবার বিকেলে শহরের আশ্রম মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। উল্লেখিতরা পাসপোর্টযোগে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় মদসহ বিভিন্ন পণ্য গোপনে বিক্রি করে ফের ভারতে চলে যায়।