আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভাই। মতলব দক্ষিণ উপজেলার ( ৪ নং ওয়ার্ড) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দাকারী আল আমিন ফরাজী ও বাদল ফরাজী সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মতলব দক্ষিণ উপজেলা থেকে সাধারণ সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের বাইশপুর মহল্লার আলী আহমদ ফরাজির ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন ফরাজী এবং মতলব পৌরসভার সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী দাদন ফরাজীর ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বাদল ফরাজী। সম্পর্কে এরা দুজন চাচাতো জেঠাতো ভাই।
এদিকে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দুই ভাই ব্যাপক প্রচার-প্রচারণার চালাচ্ছেন। জেলা পরিষদ নির্বাচনে একই মহল্লার এবং সম্পর্কে দুই ভাইয়ের নির্বাচন করা নিয়ে ভোটারদের মাঝে চলছে আলোচনা সমালোচনা ।