ঢাকাMonday , 26 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলের সিংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজ নবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

মোট ১০ জন প্রার্থীর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ৩৭৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আলমগীর হোসেন, দ্বিতীয় সর্বোচ্চ ২৯২ ভোট পেয়েছেন নজরুল ইসলাম, তৃতীয় সবোর্চ্চ ২৭৬ ভোট পেয়েছেন, চতুর্থ সবোর্চ্চ সফিকুল ইসলাম সবুজ ২৫৪ ভোট।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ৩৫১ ভোট পেয়ে ইসমত আরা বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমলা ২১৯ ভোট।

মোট ৭৭৯ ভোটের মধ্যে ৬০২ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট ১৮ টি।

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃ-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিসাইডিং অফিসারের উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, একটি কমিটি প্রতিষ্ঠানের প্রাণ। ম্যানেজিং কমিটির মেয়াদকাল মাত্র তিন বছর। কমিটিতে যারা আসছে সবাই কে রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাগতম। পরিচালনা কমিটি ধারা স্কুল ভালোভাবে চলবে এই শুভ কামনা রইলো।

বিজয়ী শফিকুল ইসলাম কে টাঙ্গাইল জেলা সেবক সংগঠন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এই সময় সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, সকাল ১০টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যারা অভিভাবক নির্বাচিত হয়েছেন সবাই ধন্যবাদ জানিয়ে আগামী দিনের স্কুল যাতে ভালভাবে চলে সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য অনুরোধ রইলো।

বিজয়ী শফিকুল ইসলাম সবুজ বলেন,ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজ নবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয় ।প্রতিষ্ঠার পর থেকে এলাকায় পড়ালেখার পাশাপাশি খেলাধূলায়ও অবদান রাখছে বিদ্যালয়টি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।