চাঁদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা সহ আটক ১ এর খবর পাওয়া গেছে।
ডিবি পুলিশ সুত্রে জানায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা৩০ মিনিটের সময় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নির্দেশে কর্মরত এসআই(নিরস্ত্র)/ওয়ালী উল্যাহ সঙ্গীয়ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
চাঁদপুর সদর মডেল থানাধীন শিলন্দিয়া গ্রামস্থ বাবুর হাট কলেজ শাখার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ সুমন দর্জি(৩১), পিতা-মৃত আবুল হোসেন দর্জি, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-শিলন্দিয়া, থানা-সদর মডেল, জেলা-চাঁদপুরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।