ঢাকাTuesday , 27 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ১০ মামলার আসামি কালা জনি অস্ত্র-গুলিসহ আটক

কেএম রফিক যশোর
September 27, 2022 12:23 pm
Link Copied!

:
যশোরের তালিকাভূক্ত সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। রোববার রাত ১১ টার দিকে কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে। জনির বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। সে খোলাডাঙ্গা কালীতলার লুৎফর রহমানের ছেলে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ রোববার রাতে শাহতলীর খোলাডাঙ্গা থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে আটক করে। পরে কালা জনির তথ্য মতে, মন্ডলগাতি-খোলাডাঙ্গা রাস্তা সংলগ্ন আব্দুল মালেকের জমির চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ডিবির ওসি আরও জানান, কালা জনির বিরুদ্ধে ইতোপূর্বে মাদক ও চাঁদাবাজিসহ ১০টি মামলা বিচারাধীন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।