ছাগলনাইয়া ডায়বেটিক সমিতির আয়োজনে
প্রধানমন্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। ছাগলনাইয়া ডায়বেটিস হাসপাতালের চত্বরে বুধবার সকালে আলোচনা সভা ও কেককাটা অনু্ষ্ঠানে পোর্টল্যান্ড গ্রুপের এমডি ও ডায়বেটিক সমিতির সভাপতি মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এম মোস্তফা, বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু , রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী প্রমূখ। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক শেখ কামাল। অনু্ষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন। উপস্হিত ছিলেন ডায়বেটিক সমিতির কোষাধ্যক্ষ নুরুল হক, সদস্য আবদুল জলিল ভুঁঞা, আজিজুল হক ইকবাল, বীর মুক্তিযোদ্বা আবদুল হাই, কাউন্সিলর আবদুল মোমিন চৌধুরী, কাউন্সিলর কাজী নুরুল আমিন, এরশাদ উল্যাহ মেম্বার, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারি। দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্বা আবুল বশর।
পরে জন্মদিন উপলক্ষে অসহায় দুস্থ ১২ জনের মাঝে ৭ লাখ টাকা অনুদান প্রদান করেন শিল্পপতি মিজানুর রহমান মজুমদার