বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি, যুগসন্ধিক্ষণের প্রত্যয়দীপ্ত কান্ডারি শতাদ্বীর আলোক ঝর্ণাধারা, মানবিক বিশ্বের প্রধান নেতা ,গনতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকার সময় মিছিলটি ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি কুদরত ই- খুদা জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক বাহাদুর আলী, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য কামরুল হাসান আনসারী, আয়ুব আলী ,আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফফর, জেলা পরিষদের সাবেক সদস্য নাজনীন নাহার, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, এলাংগী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেমস মল্লিক,উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক পারভেজ হাসানসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আনন্দ মিছিল টি সম্পুর্ন করেন।