ঢাকাWednesday , 28 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলার শেরপুর উপজেলায় পুর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হাতে ফুয়ার ছেলে অভি খুন

Link Copied!

বগুড়া জেলার শেরপু‌রে উপজেলায় পৌর আওয়ামীলীগের নেতা মর্তুজা কাওসার অভি না‌মের এক যুবক‌কে কুপি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

ঘটনা সুত্রে জানা যায় আজ মঙ্গলবার সন্ধ‌্যায় উপ‌জেলার এমএম কার ওয়াশ এন্ড শারমিনের পেছনে সন্ধ‌্যা সা‌ড়ে ৬টায় এ ঘটনাটি ঘ‌টে বলে জানা গেছে ।

নিহত অ‌ভি উপ‌জেলার খন্দকার পাড়ার মৃত ফুয়ার ছে‌লে। আরও জান‌া যায়, ঘটনাস্থ‌লে অ‌ভি মোটর সাই‌কে‌লের ওয়াশ রুমের সার্ভিসে মোটর সাই‌কেল পরিষ্কার ক‌রতে দি‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছি‌লেন।এমন সময় ক‌য়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে সে জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে পালিয়ে ওয়াশ রুমের পেছনে জঙ্গলের ভিতরে গেলে তা‌কে এ‌লোপাতাড়ি কু‌পি‌য়ে দুর্বৃত্তরা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয় লোকজন তা‌কে উদ্ধ‌ার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখান‌কার কর্তব‌্যরত চি‌কি‌ৎসক তা‌কে মৃত বলে ঘোষণা ক‌রেন।

সে পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতা ছিলেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি ) আতাউর রহমান খন্দকার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান,তাদের নিজেদের আভ‌্যন্তরীণ কোন্দ‌লের কারনে এই হত‌্যাকা‌ন্ডের ঘটনা ঘটে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। ঘটনার সা‌থে কারা জ‌ড়িত এই মুহু‌র্তে বলা যা‌চ্ছে না। লাশ শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কে‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। এখনও পর্যন্ত থানায় কেউ অ‌ভি‌যোগ দেয়‌নি। ত‌বে ঘটনার সত্যতা জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়