ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল ও পুটখালি সীমান্ত থেকে পৃথক তিনটি অভিযানে ৪ কেজি ৯৩৩ গ্রাম ওজনের ২৯টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দ করা সোনার বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয় এবং পাচারকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আশা, নামাজ গ্রামের কালাম হোসেনের ছেলে সোহানুর রহমান বিশাল ও গোগা গ্রামের কালাম হোসেনের ছেলে শাকিব।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, তাদের কাছে খবর আসে বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে বেনাপোলের পুটখালি ও রুদ্রপুর সীমান্ত থেকে বিজিবির দুটি অভিযানে তিন পাচারকারীকে ধরা হয়। এ সময় এক জনের কাছ থেকে এক কেজি ২৩৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার ও অপর দুই জনের কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার হয়।
অপরদিকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা সড়ক থেকে পাচারকারীদের ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার হয়।
বিজিবির উদ্ধার করা সোনার তিনটি চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে সোনা পাচার আইনে তিনটি মামলা দিয়ে শার্শা ও বেনাপোল বন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।