ঢাকাThursday , 29 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে র‌্যাব সদস্য পরিচয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট !

Link Copied!

র‌্যাব সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল কেনার প্রস্তাব দিয়ে চড়ে দেখার নামে তা নিয়ে চম্পট দিয়েছে আব্দুল হালিম মালি (৫৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ২৭ সেপ্টেম্বর বেলা পৌনে একটার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর বটতলাস্থ কবির মোটর সাইকেল ওয়ার্কশপের সামনে।

পালবাড়ির মোড় গাজীরঘাট এলাকার মোহাম্মদ হালিমের ছেলে মিন্টু (৩২) কোতয়ালি থানায় দেয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ঝুমঝুমপুর বটতলায় তার একটি যৌথ মালিকানাধীন মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। ওই দোকানে যেতো আসামি হালিম মালি। সে নিজেকে র‌্যাব সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। সে তার কাছ থেকে তার মোটরসাইকেলটি (যশোর-ল-১১-১৪১৫) দুই মাস ধরে ১ লাখ ৪০ হাজার টাকায় কেনার প্রস্তাব দেয়। তিনি বিক্রি করবেন না বলে জানান। কিন্তু হালিম মালি গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দোকানে যায় এবং মোটরসাইকেলটি চালানোর কথা বলে নেয়। এরপর সে চলে যায়। আর ফিরে আসেনি। তার মোবাইল ফোন সেটটিও বন্ধ রয়েছে। তার সাথে কোন প্রকার যোগাযোগ করতে পারছেন না। তার ধারনা মোটরসাইকেলটি চালানোর নামে চুরি করে নিয়ে গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।