যশোর অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জিয়ার ছেলে অনিক (২৪) ও বেজপাড়া নলডাঙ্গা রোডের হাসেম মিয়ার ছেলে সাগর (২৭)। বুধবার রাত পৌনে নয়টার দিকে এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া বাজারের সাড়াপোল রোড থেকে তাদেরকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটকের পর তাদের কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে অস্ত্র-গুলি নিজেদের দখলে রেখে আটককৃতরা ত্রাস সৃষ্টি করে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।