অভয়নগরে আফিল ডিএপি’র বিপুল পরিমাণ বস্তাসহ অংকুর ট্রেডার্সের মালিক অসিমকে আটক করেছে ডিবি। জানা গেছে, শিল্প বন্দর নগরী নওয়াপাড়ায় অভিযান চালিয়ে আফিল ডিএপি’র লোগো সম্বলিত বিপুল পরিমাণ বস্তাসহ বস্তা ব্যবসায়ী অংকুর ট্রেডার্সের মালিক অসিম কুমারকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে নওয়াপাড়া বাজারের শাহাজান গলিতে অবস্থিত অংকুর ট্রেডার্সের গুদাম থেকে এ বস্তা উদ্ধার করা হয়। এসময় অংকুর ট্রেডার্সের মালিক অসিম কুমারকে আটক করা হয়। এ অভিযানে ডিবি আফিল ট্রেডার্সের শত শত বস্তাসহ অন্যান্য বস্তা উদ্ধার করে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ সরকারি সারের নতুন বস্তা বিক্রি করে আসছিল অসিম। তাদের জিজ্ঞাসা এসব বস্তা এখানে কীভাবে এলো? এছাড়া বিভিন্ন সময় সারের বস্তা পরিবর্তন করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সার কালো বাজারে বিক্রি করে থাকে। সেই সব কালোবাজারে সার বিক্রির সাথে এমন বস্তা ব্যবসায়ীদের কোন সখ্যতা আছে কিনা তা খতিয়ে দেখছে ডিবি। ডিবি জানায়, অতি সম্প্রতি নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করা দুটি লাইটার জাহাজ থেকে মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল এর ১শ’ ২০ টন সার চুরি হয়। তাদের সাথে এই বস্তা ব্যবসায়ীর কোন সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন যশোর ডিবি। উল্লেখ্য, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়াস্থ মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ১শ’ ২০ টন সার চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। এ ঘটনায় পরের দিন আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়। এরপর যশোরের নওয়াপাড়া, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ও ঝিনাইদহে অভিযান চালিয়ে চুরি হওয়া ১শ’ ২০ টন সারের মধ্যে ৮০ টন সার উদ্ধার করা হয়। এসময় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ব্যপারে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান জানান, অংকুর ট্রেডার্সের মালিক অসিমকে আটক করেছে ডিবি। আফিল ট্রেড ইন্টারন্যাশনাল এর ওই সার চুরির মামলার অভিযান এখনও অব্যাহত রয়েছে।