ঢাকাSaturday , 1 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সেই মানবাধিকার পরিচয় ধারী আবিদ আটক

Link Copied!

মানবাধিকার কর্মী পরিচয়ে যশোরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাদাবিকারী সেই চিহ্নিত চাঁদাবাজ আবিদ হাসান ওরফে সৈয়দ আল আমিনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বারান্দী মাঠপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবিদ হাসান ওই এলাকার দেলোয়ার ড্রাইভারের ছেলে।

তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আফম মনিরুজ্জামান।
আবিদের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনে লিখিত অভিযোগপত্র দেন জেলরোড এলাকার সিএমসি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফারুক হোসেন।
অভিযোগে তিনি দাবি করেন, আবিদসহ একটি চক্র ফারুকের কাছে চাঁদাদাবি করে আসছিলো। ওই প্রতিষ্ঠান চালাতে হলে আবিদকে ১০ হাজার টাকা করে প্রতিমাসে দিতে হবে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর আবিদসহ আরো অন্তত চারপাঁচজন তার প্রতিষ্ঠানের সামনে এসে চাঁদাদাবি করে। টাকা না দেয়ায় খুনগুমসহ নানা ধরনের হুমকি ধামকি দেয়। সন্ধা সাতটায় এসে রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। বাধ্য হয়ে তিনি ২৬ সেপ্টেম্বর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।
এসআই আফম মনিরুজ্জামান জানান, অভিযোগের পর তিনি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পেয়ে পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলাও রেকর্ড করা হয়েছে। এঘটনার সাথে আরও কয়েকজনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলেও তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।