যশোর -৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের চিরতরে ধ্বংস করতে হবে। কখনো তাদের রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে তাদের রুখে দিতে হবে। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধারা টিকিয়ে রাখতে হবে। দেশের সর্বস্তরের জনগণ সুখে-শান্তিতে রাখা সম্ভব হবে। কোনো অসম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলা থাকবে সম্প্রতিক সম্প্রদায়ের দেশ। কেউ সম্প্রদায়িকতার বীজ বুনতে পারবে না। কারো কোনো দুঃখ-কষ্ট থাকবে না। সবশ্রেণির মানুষ সমানতালে এগিয়ে যাবে। কেউ পিছনে পড়ে থাকবে না। দেশে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সবাই সমান সুযোগ সুবিধা পাবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) লালদিঘীর পাড়ে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে সদর উপজেলার ১৫২টি মন্দিরে দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদান ও সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।