সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় নতুন সদস্যদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের সদস্য ফরম বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো: জুয়েল হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি শিব্বির আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. কাজী সাহানারা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. চৈতালী চক্রবর্তী, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো: ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এড. সাহানারা ইয়াছমিন বলেন, শেখ হাসিনার হাতকে নিষ্কন্টকভাবে শক্তিশালী করতে এসেছি। কেউ যদি বিএনপির সাথে যুক্ত থাকে তাহলে তাকে সদস্য ফরম দিবেন না। আমরা কাউয়া চাইনা, আমরা হাইব্রিড চাইনা, চাই পরীক্ষিত মানুষ। কেউ টাকার পিছনে ছুটবেন না। কেউ টাকা দিয়ে কমিটিতে আসবেন না। আমাদের কাছে অনেকের নাম এসেছে, আমরা যাচাই-বাছাই করে কমিটি দিব।