যশোরে সানজিদা জাহান বৃষ্টি নামের এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার লাশ চালের ডাম থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আঞ্জুয়ারা বেগম (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ অক্টোবর) গভীর রাতে সদরের পতেঙ্গালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আঞ্জুয়ারা বেনাপোলের পুটখালী এলাকার আলোচিত মাদক ব্যাবসায়ী। তার স্বামীর নাম রেজাউল ইসলাম রেজা।
হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে যশোর সদর উপজেলা পতেঙ্গালী কলোনী পাড়ায়।
নিহত বৃষ্টির লাশ এখন যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। সানজিদা জাহান বৃষ্টি পতেঙ্গালী গ্রামের সোহেল রানার মেয়ে।
নিহতের মা শরিফা বেগম জানান, বৃষ্টি দুপুর ১২টার দিকে প্রতিবেশী আঞ্জুয়ারার ছেলে অপুর্ব হাসানের সাথে খেলা করতে করতে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায়ও খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে জাল টেনেও দেখি। পরে কোতয়ালী থানায় অভিযোগ করি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, রাতেই বৃষ্টির লাশ প্রতিবেশী আঞ্জুয়ারার বসত ঘর থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দার (ডিবি) এসআই শামিম হোসেন স্বাধীন আলোকে বলেন, শিশু বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করেছে আঞ্জুয়ারা। মূলত শিশু বাচ্চা বৃষ্টি এবং তার মা শরিফার সাথে প্রতিবন্ধী ছেলে অপুর্ব হাসানের নিয়ে ঝগড়া হয়। সেই কারণে বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করে রাতে অন্যত্র সরিয়ে ফেলার আগেই তাকে আটক করা হয়েছে। আটক আঞ্জুয়ারা যশোরের বহুল আলোচিত মাদক ব্যাবসায়ী। যশোর শহরসহ পতেঙ্গালী গ্রামে ৪-৫টি বাড়ি।