: কেশবপুরে জামালগঞ্জ বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে কেশবপুর উপজেলার মজিতপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে মৃত গরুর মাংস বিক্রি অভিযোগে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাসেম আলী গাজীর পুত্র মাংস ব্যবসায়ী ঈমান আলী গাজী (৩৫) কে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় তার সঙ্গে ছিলেন কেশবপুর থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, ভ্রাম্যমাণ আদালতের পেশকার হায়দার আলী।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।