ঢাকাTuesday , 4 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়.মায়া চৌধুরী বলেন কোন অপশক্তি অগ্রগতি কে ব্যহত করতে পারবে না

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সাম্পদায়িক সম্পীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে।’

তিনি আজ মঙ্গলবার (৪ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তরের নিজ বাড়ীতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিরিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ‘বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। সে জন্য তার (বঙ্গবন্ধুর) ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। তারই উত্তরসূরী এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। ধর্ম, বর্ণ নির্বশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকে। মাননীর প্রধানমন্ত্রী বলেছেন “ধর্ম যার যার রাষ্ট্র সবার”।
আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। কোন অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ব্যহত করতে পারবে না।’তিনি মতলববাসিকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ছেংগারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, ছেংগাচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।