ঢাকাTuesday , 4 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পিতার বিরুদ্ধে মেয়ের মামলা, পিতা আটক

Link Copied!

যশোর শহরতলীর শেখহাটি গ্রাম থেকে প্রথম স্ত্রী ও মেয়েকে মারপিটের অভিযোগে পিতা নুরুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার রাতে নুরুজ্জামানের মেয়ে সাবরিনা জামান তিশা বাদী হয়ে এ মামলা করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে নুরুজ্জামনাকে আটক করে গতকাল আদালতে সোপর্দ করেছে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি নুরজ্জামানের প্রথম স্ত্রী রওশনারা বেগমকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। প্রায় বছরখানেক হলো নুরুজ্জামান দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুনকে নিয়ে অন্যত্র বসবাস করেন। কিন্তু মাঝে মধ্যে প্রথম স্ত্রীর বাড়িতে আসেন। সেখানে আসার পরে রওশনারা ও তার মেয়ে তিশাকে মারপিট করেন। এছাড়া প্রথম স্ত্রীর বাড়ি থেকে বিভিন্ন ধরণের মালামাল নিয়ে দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। এনিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিণ্য সৃষ্টি হয়। প্রায় ৩ বছর আগে আসামি নুরুজ্জামান বাড়িতে এসে রওশনারাকে মারপিট করেন। অসুস্থ অবস্থায় রওশনারাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই সুযোগে নুরুজ্জামান তার বাড়িতে তালা মেরে দেন। তিশা ও তার মা চলতি বছরের ২১ সেপ্টেম্বর খালা বাড়ি বেড়াতে যান। এরই মধ্যে নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন তাদের বাড়িতে এসে ঘরের তালা ভেঙে ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লাখ ৯২ হাজার ৫শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় আসামিরা তাদের বাড়িতে এসে তিশা ও তার মাকে বেদম মারপিট করে। এরমধ্যে তিশাকে চলন্ত মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর জখম করে তার পিতা। আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে সাবরিনা জামান তিশা রোববার রাতে কোতয়ালি মডেল থানায় তার পিতা নুরুজ্জামান সৎ মা ফাতেমা খাতুন ও চাচা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ দেন। পুলিশ ওই অভিযোগকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে প্রধান আসামি নুরুজ্জামানকে আটক করে। গতকাল নুরুজ্জামানকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়