যশোর সদরের বি-পতেঙ্গালী গ্রামের কলোনি পাড়ায় নৃশংস হত্যার শিকার সানজিদা জান্নাত মিষ্টির লাশ গুমের সহায়তার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে ডিবি পুলিশ। আব্দুল মালেক গাজী ও তার স্ত্রী খাদিজা বেগমকে রোববার রাতে একই এলাকার তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, শিশু জান্নাত হত্যার ঘটনায় নিহতের পিতা সোহেল রানা আটক আঞ্জুয়ারা খাতুন ও তার স্বামীসহ অপরিচিত ২/৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন। এরমধ্যে আটক আঞ্জুয়ারা খাতুন আদালতে হত্যার দায় স্বীকার ও অন্য জড়িতদের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছে।
তিনি বলেন, আদালতে দেয়া আঞ্জুয়ারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায়, জান্নাতের লাশ গুমে আঞ্জুয়ারাকে সহায়তা করেছিলেন আব্দুল মালেক গাজী ও খাদিজা বেগম দম্পতি। আটকের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১ অক্টোবর দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু মিষ্টি। পরে ওইদিন রাতে প্রতিবেশী আঞ্জুয়ারার ঘরের একটি চালের ড্রাম থেকে হাত-পা বাঁধা ও মুখে ওড়না গুজে দেয়া মিষ্টির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ ওই সময় আঞ্জুয়ারাকে আটক করেছিল।