ঢাকাWednesday , 5 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ

Link Copied!

প্রাথমিক শিক্ষা বিস্তারে অবদান রাখায় কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন শুভাশিস ঘোষ। তনি জেলার দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে রয়েছেন। গত ০৪ অক্টোবর মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর এক স্বাক্ষরিত চিঠিতে নিশ্চিত করেন। ইউএনও শুভাশিস ঘোষ জানান, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সাফল্য আসলে দলগত। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শিক্ষা পরিবারের সাফল্য। এখন লক্ষ্য বিভাগীয় পর্যায়। তার পর অবশ্যই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা অবশ্যই স্বীকৃতি কাজের গতি বৃদ্ধি করে। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর প্রাথমিকে ঝড়েপড়া রোধ, বিদ্যালয় কমিটি সহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন শুভাশিস ঘোষ। মাটির স্কুলে শিক্ষা, যাদুঘর স্থাপন, ককবরক ভাষায় স্কুল প্রতিষ্ঠা ও বই প্রকাশ করে সাড়া জাগিয়েছেন তিনি। এই শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।