বগুড়া জেলার ধুনট উপজেলায় ভান্ডার বাড়ী ইউনিয়নে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা একমাত্র খেলার মাঠটি এখন যেনো বড় আকারে জলাশয়ে পরিণত হয়েছে। এই জলাশয় হতে ডুবন্ত স্কুল মাঠ টি উদ্ধার ও সংস্করণ বা চোখে দেখার যেন কেউ নেই বলে দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসি।
সরেজমিনে জানা যায় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্পাশের জায়গা মালিক ও বসতবাড়ি করে থাকা কিছু কুচক্রীমহল এর লোকজন স্কুল মাঠটির চতুর্পাশে মাটি ও বালির বাঁধ নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে যাহাতে মাঠে জমে থাকা বৃষ্টির পানি কোনভাবেই কোনদিক দিয়ে বের হতে না পারে।এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমানে ঐ স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েদের।বিদ্যালয়টির শ্রেণীকক্ষে প্রবেশ করতে বলা সেখান থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ঐ মাঠের পানি পাড় হতে হয়। সে ক্ষেত্রে দেখা যায় কারো গলাপানিতে আবার কারো অথৈই পানি পার হয়ে বিদ্যালয়টিতে যাওয়া আসা করতে হয়। এমতাবস্হায় অত্র বিদ্যালয়ে পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েদের পাঠাতে চরম দুর্ভোগ ও হিমশিম খাচ্ছে সকল শিক্ষার্থীর অভিভাবকগন। সেই সাথে অত্র বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতি সুদৃষ্টি কামনা করেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।