যশোর সদরের বি-পতেঙ্গালি গ্রামের শিশু সানজিদা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সানজিদার পিতা সোহেল রানা, মা শরিফা খাতুন, ইউপি মেম্বার জাহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য সাহিদা ইয়াসমিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর সদর উপজেলা সভাপতি তিমির ঘোষ জয়সহ পতেঙ্গালী ও আশপাশের গ্রামের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর দুপুরে খেলা করতে যেয়ে নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সানজিদা। পরবর্তীতে প্রতিবেশী আনজুয়ারা বেগমের চালের ড্রাম থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সানজিদার পিতা সোহেল রানা মামলা করলে পুলিশ আনজুয়ারাসহ আরো দুই সহযোগী আব্দুল মালেক গাজী ও তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করে। গ্রেফতারকৃত এই তিন আসামির ফাঁসির দাবিতে মঙ্গলবার এ মানববন্ধন করে গ্রামবাসী। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে