ঢাকাWednesday , 5 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শিশু জান্নাত হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল

Link Copied!

যশোর সদরের বি-পতেঙ্গালি গ্রামের শিশু সানজিদা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সানজিদার পিতা সোহেল রানা, মা শরিফা খাতুন, ইউপি মেম্বার জাহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য সাহিদা ইয়াসমিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর সদর উপজেলা সভাপতি তিমির ঘোষ জয়সহ পতেঙ্গালী ও আশপাশের গ্রামের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর দুপুরে খেলা করতে যেয়ে নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সানজিদা। পরবর্তীতে প্রতিবেশী আনজুয়ারা বেগমের চালের ড্রাম থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সানজিদার পিতা সোহেল রানা মামলা করলে পুলিশ আনজুয়ারাসহ আরো দুই সহযোগী আব্দুল মালেক গাজী ও তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করে। গ্রেফতারকৃত এই তিন আসামির ফাঁসির দাবিতে মঙ্গলবার এ মানববন্ধন করে গ্রামবাসী। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।