সারা দেশের ন্যায় চাঁদপুরের মেঘনা নদী সহ সকল নদ নদীতে মা-ইলিশ রক্ষায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছেন প্রশাসন। এখন মা-ইলিশ প্রজনন মৌসুম, চাঁদপুর কে বলা হয়েছে ইলিশের বাড়ি। আর ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল হইতে আলেকজান্ডার পর্যন্ত অভয় আশ্রম বলা হয়েছে। চাঁদপুরের ইলিশের সুনাম শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন রাষ্ট্রে এর সুনাম। ইলিশ উৎপাদনে বাংলাদেশ শ্রেষ্ঠ। ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য এ ২২ দিন সময়ের মধ্যে মেঘনা নদী সহ সকল নদ নদীতে জাল দিয়ে মাছ ধরা, মজুদ,বিক্রি ও আহরন করন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন প্রশাসন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন কৃত জাটকা জেলেদের মাঝে চাউল সহ বিভিন্ন উপকরন দিয়ে থাকেন। এ ছাড়া ও এ ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকার কারনে চাউল দেওয়া হবে। মা-ইলিশ রক্ষায় আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। নৌ-পুলিশ ও কোষ্টগার্ড প্রতিনিয়ত মা- ইলিশ রক্ষায় কাজ করবেন। এ ছাড়া প্রতিনিয়ত অভিযান পরিচালনা করবেন মতলব উত্তর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও মৎস্য অফিস।