ইসলাম ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:)পালনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৯ অক্টোবর ২০২২ তারিখে ১ দিনের সরকারি ছুটির আদেশ দেয়া হয়েছে। আদেশের নির্দেশানুযায়ী সকল সরকারি,আধা সরকারি,সংবিধিবদ্ধ, শায়ত্তশাসিত ও আধা স্বাত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ছুটি পালন করতে বলা হয়েছে।
তবে , সরকারি এ আদেশকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলে এসে ক্লাস করতে বাধ্য করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,শিক্ষার্র্থীরা বই-পুস্তক হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে প্রবেশ করেছেন। পাশাপাশি স্কুলটির প্রধান শিক্ষক এর নির্দেশে শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে ক্লাস করছেন।
এ বিষয়ে জনৈক মহিলা শিক্ষক নাম প্রকাশ না করে বলেন , ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস শেষ করে বের হয়েছি। রবিবার সকাল ১১ টায় গিয়ে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা বই হাতে ,ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে এসছেন। বিষয়টি সম্পর্কে কোন সদুত্তর না দিয়ে কিসের ঈদ-এ- মিলাদুন্নবী (সা:) বলে কটাক্ষ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সারওয়ার হোসেন।
সরকার ঘোষিত ছুটির দিনে স্কুল খুলে ক্লাস নেয়া অস্বাভাবিক বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম। এদিকে বিষয়টি সম্পর্কে কিছুই
জানেনা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কমকর্তা আশরাফুল হাসান। জান যায়, গণমাধ্যকর্মীরা স্কুল পরিদর্শনের চিত্র তুলে আনার পর ঘটনার মোর ঘুরিয়ে দিতে কুট কৌশল অবলম্বন করেন স্কুলটির প্রধান শিক্ষক সারওয়ার হোসেন ।
তিনি তাৎক্ষনিক হুজুর এনে মিলাদ পড়িয়ে ভিডিও ধারণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছিয়ে স্কুল খোলা রাখার বিষয়টিকে ধর্মীয় উৎসব পালন হিসেবে উস্থাপনের অনৈতিক চেষ্টা চালিয়েছেন। পুরো ঘটনাটি পরবর্তীতে মুঠোফোনে স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন।
তবে স্কুল ঘুরে ধর্মীয় অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতির কোন আলামত শুরু থেকে সংবাদকর্মীদের চোঁখে পড়েনি।