গোলাম নবী খোকনঃ সারা দেশে মা- ইলিশ রক্ষায় ০৭ অক্টোবর থেকে একটানা ২২ দিন নদীতে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, মাছ মজুদ, বাজার জাত করন, আহরণ, বিপনন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন। এ সুবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মোহনপুর হইতে আমিরাবাদ পর্যন্ত আজ ০৯ অক্টোবর ভোরে অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও মোহনপুর নৌ-পুলিশ। এ অভিযানে ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে এনে জাল গুলি পুড়িয়ে ফেলা হয় ও মাছ গুলি অসহায়দের মাঝে বিতরন করা হয়। সূত্রঃ মতলব উত্তর উপজেলা মৎস্য অফিসের।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।