সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা পরিষদের (মতলব উত্তর উপজেলা) সদস্য প্রার্থী (বৈদ্যুতিক পাখা), মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোহাম্মদ হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুরে কাজী তার নিজ বাড়ীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
মতবিনিময়ে মোহাম্মদ হাবিবুর রহমান কাজী হাবিব বলেন, আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে মতলব উত্তর উপজেলার সকল উন্নয়ন কাজ যথাযথ ভাবে বাস্তবায়ন করব। এবং মতলব উত্তরের সর্বস্তরের মানুষ ও সকল জনপ্রতিনিধিদের পাশে থেকে তাদের সেবা করাই আমার এক মাত্র লক্ষ্য ৷ উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধিরা আমার পাশে আছেন, থাকবেন এবং আমার বৈদ্যুতিক পাখা প্রতিকে তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে আমি বিপুল ভোটে জয়ী হব, ইনশাল্লাহ ৷ আপনারা আমার জন্য দোয়া করবেন ৷
মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ জাতির উন্নয়নে কাজ করতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন অপসাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নস্ট করে।
তিনি বলেন, আপনারা জানেন কাজী হাবিব আমার ভাই। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছেন তার প্রতিক হলো (বৈদ্যুতিক পাখা প্রতিক) মতলবে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনি আচণ বিধির নিয়ম অনুযায়ী সে প্রচারণা চালিয়ে যাচ্ছে ৷ আমি আশা করি ভোটারদের বিপুল ভোটে কাজী হাবিব জয়ী হবে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন ৷
তিনি বলেন, একজন সদস্য প্রার্থী সরকারী অনুদান ও ঠিকাদারী কাজ পাইয়ে দিবে এমন লোভ লালসা দেখিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করছেন ৷ আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ লেখনীর মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসবে বলে আমি মনে করি। তাই যারা নির্বাচনী আচরণবিধি লঙ্গন করছেন তাদের ব্যাপারে আপনাদের লেখুনির মাধ্যমে প্রশাসনকে দৃষ্টিগোচর করার অনুরোধ করছি ৷ দেশ ও দেশের মানুষের কল্যাণে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং কাজী মোহাম্মদ হাবিবুর রহমান তার প্রতিক (বৈদ্যুতিক পাখা প্রতিক) তার জন্য সবাই দোয়া করবেন।
এসময় অন্যান্য বক্তারা বলেন, কাজী মোহাম্মদ হাবিবুর রহমান তার প্রতিক (বৈদ্যুতিক পাখা), তিনি একজন সৎ, শিক্ষিত, মার্জিত লোক, মতলবের জনপ্রতিনিধিরা তার সাথে আছেন, থাকবেন এবং তাদের মূল্যবান ভোটে কাজী হাবিবের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ ৷
মতবিনিময়ে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাধেশ্যাম সাহা বাবু চান্দু, উপজেলা যুবলীগের সহ- সভাপতি কামরুজ্জামান ইয়ার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রাকিবুল ইসলাম সোহাগ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ ৷ সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান ৷
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলার প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ।