ইলিশ প্রজনন মৌসুমে মা -ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে গত কাল ০৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক বারটা হইতে ১০ অক্টোবর রোজ সোমবার বিকাল ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে চালিয়ে প্রথমে তিনজন জেলেকে আটক করে থানায় এনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এর পরে তিনজন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, এ ছাড়া ১৩০ কেজি ইলিশ ও ১ লক্ষ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ কৃত মাছ মাদ্রাসায় এতিমদের কাছে বিলিয়ে দেওয়া হয়, এবং জব্দ কৃত জাল গুলি পুড়িয়ে ফেলে হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মেহেদী হাসান, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা সুমি, মোহন পুর নৌ- পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।