সদর উপজেলা ৩ নং কল্যাণপুর ইউনিয়ন ৭নংওয়ার্ড মাদক সেবনের টাকা না দেওয়া কে কেন্দ্র গুরতর আহত ১ হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনা টি গটে গত ৯ অক্টোবর রাত ৮টায় পশ্চিম কল্যান্দি খান বাড়ির রাস্তার উপর।
আহতোর পরিবার সুত্রে জানা যায় যে পশ্চিম কল্যান্দি লুৎফুর রহমান খানের ছেলে জুম্মান খান( ১৯) পেশায় রাজ মেস্তরী কাজ করে সে কাজ শেষ করে তার বাসায় যাওয়ার পথে একই গ্রামের রুহুল আমীন শেখের ছেলে সাব্বির হোসেন শেখ (১৮),রাব্বি শেখ (২২) সহ অজ্ঞাত কয়েক জন মিলে জুম্মান কাছে মাদক খাবে বলে টাকা চায় সে টাকা না দিতে চাইলে তাকে চাইনিজ কুরাল দিয়ে কুপ দেয় আর লাঠি দিয়ে বেদম মারদোর করে। জুম্মা সাথে থাকা ৫,৫৭০ টাকা নিয়ে যায়।
পরে আহতর ডাক চিৎকারে এলাকাবাসীর এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অন্যদিকে আহত জুম্মান কে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ায় হয়। বর্তমানে আহত জুম্মান সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে।
এ বিষয় এলাকায় কয়েক জন নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন সাব্বির হোসেন শেখ, রাব্বি শেখ সহ অজ্ঞাত কয়েকজন তারা সকলে এলাকায় মাদক সেবন এবং সন্ত্রাসী কার্যকর্ম চালায় এদের কারণে স্কুল পড়ুয়া ছাত্রীরা স্কুলে যেতে ভয় পায়। আর জুম্মান সাথে যে ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলোক শাস্তি দাবী করছেন।
এবিষয়ে সাব্বির ও রাব্বি সাথে কথা বলতে গেলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয় নিয়ে জুম্মানে বাবা লিৎফুর রহমান খান গত ১০ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন।