নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল হাই।
সভাপতি আব্দুল হাই বলেন, গত শনিবার স্কুলের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে শিক্ষক ফিরোজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান বলেন, প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে মোছা. ফরিদা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক ফিরোজের মুঠোফোন বন্ধ ও পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।