ঢাকাMonday , 10 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক বরখাস্ত

Link Copied!

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল হাই।

সভাপতি আব্দুল হাই বলেন, গত শনিবার স্কুলের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে শিক্ষক ফিরোজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান বলেন, প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে মোছা. ফরিদা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক ফিরোজের মুঠোফোন বন্ধ ও পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।