বৃহতিবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা নকল বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান। নাভারণ বাজারে ভুয়া ব্যান্ডরোলযুক্ত নকল বিড়ির ডিলার আয়নাল হোসেন এর গোডাউনে তল্লাশী চালিয়ে প্রায় এক লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত জামান বিড়ি এবং নকল সাব্বির বিড়ির সন্ধান পেয়ে সেগুলো জব্দ করে র্যাব।
র্যাব-৬ যশোর এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, নকল বিড়ি তৈরি এবং বাজারজাত করে সরকারের রাজস্ব ফাকিঁ দেয়ার অপরাধে মজনুর রহমানের বিরুদ্ধে স্থানীয় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি ব্যবসা পরিচালনা করার কথা জানতে পেরে স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, এধরনের নকল বিড়ির ব্যবসা বন্ধ করা উচিত।