যশোরে তনু বিশ্বাস (২৫) নামে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। আহত তনু এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটি ঘটেছে আজ রবিবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের বারান্দী কদমতলা এলাকায়।
আহত তনু শহরের বারান্দী মোল্যাপাড়া মৃত রতন বিশ্বাসের ছেলে।
আহত তনু অভিযোগ করে জানায়, সে মনিহার চত্ত্বরে একটি মোটর পার্টসের দোকানে কাজ করে। আজ সন্ধ্যায় দোকানের কাজে কদমতলায় যায়।
এসময় মুড়লি মোড় জোড়া মন্দির এলাকার শফি ড্রাইভারের ছেলে হ্যাপিসহ অজ্ঞাত আরো চারজন মিলে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে আসি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ছেলেটির বাম হাতে ও দুই পায়ের রানে অসংখ্য জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তনুকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, সদর ফাঁড়িকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ অভিযানে আছে জড়িতদের আটকের জন্য।