ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১লাখ মিটার কারেন্ট জাল,৪টি নৌকা সহ ৩২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ পুলিশ সুত্রে জানায় গত ১২ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক অভিযান শেষে তাদের আটক করা হয়। এ সময় ৪টি নৌকা ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটককৃত ১২ জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অপর ২০ জেলের বিরুদ্ধে নৌ-পুলিশের নিয়মিত মামলা করা হয়।
এই বিষয়ে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি অভিযান চলবে। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।