অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের তালিকা করতে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বেলা ১১টায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি এই নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ নেতা-কর্মীদেরও তালিকা প্রস্তুত করতে বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাধা-বিপত্তি-হামলা উপেক্ষা করে সমাবেশে অংশ নেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমীর খসরু।
আমীর খসরু বলেন, সমাবেশে আসার পথে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য।সমাবেশের আগের দিন বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশিও চালায় পুলিশ। গ্রেফতার করা হয় প্রায় অর্ধশত নেতা-কর্মীকে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। ‘অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের’ তালিকা আপনারা তৈরি করেন।
নিত্যপণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার বিভাগীয় গণসমাবেশ করে চট্টগ্রাম বিএনপি।