ঢাকাFriday , 14 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অস্ত্র তৈরির কারখানা আবিস্কার, তিনজন আটক

Link Copied!

যশোর শহরের আরএন রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি ওয়ার্কসপে অস্ত্র তৈরির সময় মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।

নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে ওই কারাখানায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টারদিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওয়ার্কসপ তল্লাশি করে দুইটি অস্ত্র ও তিনটি অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে ডিবি পুলিশ।

আটক তিনজন হলেন, ওয়ার্কসপের মালিক আব্দুল কুদ্দুস, কর্মচারী আজিজুল ও সুমন।

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্কসপে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। এরপর সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে বেশ কয়েকবার তিনি সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত (রাত ১০টা) ওয়ার্কসপে অভিযান চলছিল।

এলাকার লোকজন ডিবি পুলিশের অভিযানের সংবাদ পেয়ে হতবাক হন। প্রকাশ্যে এভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র তৈরি হতে পারে এটা অনেকের অজানা ছিলো।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করবো। এই ভাবে আরো অস্ত্র তৈরি হয়েছিল কি-না বা এর সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখবো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।