ঢাকাFriday , 14 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোর শহরে ফুটপাতের দখলদার উচ্ছেদ করেছে পৌরসভা, অভিযান চলবে

Link Copied!

যশোর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন সড়কের ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইশ অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পথচারীর নিরাপদে চলাচল করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মর্কতা কেএম আবু নওশাদ। তিনি বলেন এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, সকালে উচ্ছেদ অভিযান শুরু করা হয় শহরের মুজিব সড়ক থেকে। ওই সড়কের ফুটপাতের উপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এরপর বকুলতলায় জেলা প্রশাসক কার্যালয়ের দেয়ালের ধারের ফুটপাত. প্যারিস সড়ক, দড়াটানা ব্রিজের উত্তর পাশের দুই ধারের ফুটপাতের জায়গা দখল করে গড়ে তোলা ফলের দোকান, ঘোপ নওয়াপাড়া রোডের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া চিত্রার মোড়, ঘোপ সেন্ট্রাল রোড, জেলরোডের অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়। পৌরসভার সার্ভেয়ার হাফিজুর রহমান জানান, গত ৩ অক্টোবর অবৈধ দখলদারদের চলে যেতে নোটিশ করা হয়। অথচ তারা নোটিশ দেয়ার পর তারা অন্যথায় যায়নি। একারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মর্কতা কেএম আবু নওশাদ জানান, এর আগে মুজিব সড়কসহ অন্যান্য সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর ফের দখল হয়ে যায়। এবার উচ্ছেদ করার পর দখল হওয়ার কোন সুযোগ নেই। প্রতিনিয়ত অভিযান চলবে। সেই সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মর্কতা কেএম আবু নওশাদ। এসময় উপস্থিত ছিলেন পৌসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, সার্ভেয়ার হাফিজুর রহমান, সুপারভাইজার আব্দুর রাজ্জাক মন্টু।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।