“এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে “দেশ ও মানুষের কল্যানে,সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার কাজে সেবক সংগঠন সর্বদাই নিয়োজিত” “সেবক” টাঙ্গাইল জেলা শাখা কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় “সেবক” টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় সংগঠনটির কমিটির সকল সদস্যদের শপথ গ্রহণ,ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনটির মূল কাজ হলো,ড্রাইভারদের উন্নত প্রশিক্ষণ দেয়া,দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রম করা।এছাড়াও আরো অনেক মানব সেবামূলক কার্যক্রম রয়েছে।
টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আলোচক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠিাতা সভাপতি খান মো. বাবুল,আলোচক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. নুর নবী শিমু।এছাড়াও উপস্থিত ছিলেন নাইশা এন্টারপ্রাইজ লি: এর পরিচালক নুর আলম, সাংবাদিক ও সংগঠনটির উপদেষ্টা আলমগীর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।