চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়া উপজেলার সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে তাছলিমা আক্তার আখিঁ নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বেসকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার ১৭ অক্টোবর ২০২২ ইং বিকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার ও প্রি জাই ডিং অফিসার রিপন হোসেন। সংরক্ষিত মহিলা পদে তাছলিমা আক্তার আখি ভোট পেয়েছেন ১০৬ ভোট, আসমা আক্তার আখি দোয়াত কলম প্রতিকে ভোট পেয়েছেন ৩৮, রনক আরা টেলিফোন প্রতিকে ভোট পেয়েছেন ২৯ টি, শামসু নাহার শান্তা টেবিল ঘড়ি প্রতিকে ভোট পেয়েছেন ৬ ভোট ও রোকেয়া বেগম প্রতিক বই, ভোট পেয়েছেন ০২ টি। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার সংরক্ষিত আসনে মহিলা সদস্য (পরিচালক) পদে তাছলিমা আক্তার আখিঁ নির্বাচিত হয়েছেন।সোমবার (১৭ অক্টোবর) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বেসকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন হয়েছে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ। করা নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে
ফলাফল প্রকাশের পর তাছলিমা আক্তার আখিঁ শুকরিয়া আদায় করেন এবং জনপ্রতিনিধিরা যে দোয়া ও ভালোবাসা আমাকে করেছেন আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ । সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে সকলের ভালো সহযোগিতায় সকলকে নিয়ে সংরক্ষিত আসনের উন্নয়ন করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।