চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ ৪নং ওয়ার্ডে সদস্য প্রার্থী মো. আল আমিন ফরাজী হাতি প্রতীক নিয়ে ৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন মিঠু টিউবওয়েল প্রতীক পেয়েছেন ৩৪ ভোট।
গতকাল সোমবার (১৭ অক্টোবর) বিকেল আড়াইটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
এ ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীক পেয়েছেন ৫৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীক পেয়েছেন ৩২ ভোট।
মতলব দক্ষিণ ৪নং ওয়ার্ডে মোট পাঁচজন সদস্য প্রার্থীর মধ্যে মো. রিয়াদুল আলম রিয়াদ তালা প্রতীক পেয়েছে ১৩ ভোট, ফরহাদ হোসেন অটোরিক্সা প্রতীক পেয়েছেন ১ ভোট ও মো. বাদল ফরাজী উট পাখি প্রতীক নিয়ে শূন্য ভোটে পঞ্চম হয়েছে।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আক্তার আসমা দোয়ত কলম প্রতীক পেয়েছেন ৩৬ ভোট, তাছলিমা আক্তার ফুটবল প্রতিক পেয়েছে ৩০ ভোট, রওনক আরা টেলিফোন প্রতীক পেয়েছে ১৮ ভোট, শামছুন নাহার টেবিল ঘড়ি প্রতীক পেয়েছে ৪ ভোট ও মোসাম্মৎ রোকেয়া বেগম বই প্রতীক পেয়েছে ১ ভোট ।
সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সভা কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজিপি, র্যাপ ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন । মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।