বগুড়া জেলার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২২ ইং উদযাপনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় শেখ রাসেল অডিটোরিয়াম মিলনায়তনে।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান ,সাংগঠনিক সম্পাদক শরিফুল শরিফ , উপজেলা কৃষি অফিসার আশাদুজ্জামানসহ অফিসারগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম শুভ জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
তারিখ,১৮-১০-২০২২ ইং,