সরাসরি ভোটে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ অক্টোবর মঙ্গলবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মঙ্গলবার উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন ৪ জন। এদের মধ্যে মো. সফিকুল ইসলাম প্রথম হন, রিপন চন্দ্র গোপ দ্বিতীয় হন, নারায়ন সরকার তৃতীয় ও ফজলুল হক পাটোয়ারী চতুর্থ হন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন পলি রানী ঘোষ।
উল্লেখ্য, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের ভোটার সংখ্যা ৬০৩। কাস্টিং হয়েছে ৫২২ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি লায়ন জয়নাল আবেদীন জয়, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার (মেম্বার,) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ পাটওয়ারী, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কোকিল ও মতলব দক্ষিণ থানা এস,আই হাবিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ও গ্রাম পুলিশের সদস্যসহ সকল ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ছবি ক্যাপমনঃ নায়ের গাঁও উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং অফিসার,সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান।