ঢাকাTuesday , 18 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলবে ফসলী জমি বিনস্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় ড্রেজার (স্যালো মেশিন) দিয়ে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি ও বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে হুমকির সম্মুখীন হচ্ছে আবাদি দোফসলী জমি। এই ড্রেজার স্থায়ীভাবে বন্ধের বিষয়ে কৃষকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, নারায়ণপুর পৌরসভার পূরণ-চিরায়ূ গ্রামের (চেঙ্গাতলী বাজার নতুন ব্রীজ সংলগ্ন) ফসলী মাঠে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করে মোটা অংকের টাকার বাণিজ্য করছেন পূরণ গ্রামের আরশাদ প্রধানীয়া। ড্রেজার মেশিনে কৃষি জমি ও পুকুর থেকে অবাধে মাটি ও বালু উত্তোলন করে বিভিন্ন জায়গা ভরাট করছেন। ড্রেজার তাণ্ডবে পাশের কৃষিজমি ভেঙে পড়ার আশস্কা করছেন স্থানীয়রা।
আরশাদের নিকট ড্রেজার চালানোর অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি জানান, ম্যানেজ না করে কি আমরা ড্রেজার চালাতে পারি। আপনারাতো সবই জানেন, বোঝেন। আপনাদের কাছে অনুরোধ নিউজ করার প্রয়োজন নেই। আমি আপনাদের সাথে দেখা করব।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া জানান, বিগত দিনের উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। চলতি মাসে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালানো হয়নি। তবে অবৈধভাবে ড্রেজার চালানোর কোন সুযোগ নেই। এসব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি ক্যাপশনঃ- পৌরসভার পুরুন – কাসিমপুর গ্রামের ফসলী বিলে চলমান অবৈধ ড্রেজার মেশিন স্থির চিত্র;

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।